Wellcome to National Portal
পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ অক্টোবর ২০২৩

এমআইএস ইউনিট

 

এমআইএস ইউনিটের লক্ষ্য- (Vision)

গুণগত ও মানসম্মত তথ্য উপাত্তের মাধ্যমে প্রমাণ নির্ভর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সহায়ক একটি নির্ভরযোগ্য তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন ও উন্নয়ন।

 

এমআইএসইউনিটেরউদ্দেশ্য- (Mission)

  • জাতীয় তথ্য-প্রযুক্তিনীতি ২০১৮ অনুসরণে আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার।
  • সমগ্রদেশে ই-রেকডিং ও রিপোর্টিং এর মাধ্যমে পরিবার পরিকল্পনা এবং মা-শিশু স্বাস্থ্য সেবায় আধুনিক তথ্য ব্যবস্থাপনা প্রবর্তন।
  • আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তথ্যের গুণগতমান ও সঠিকতা নিরুপন।
  • যুগোপযোগী জনসম্পদ পরিকল্পনা ও উন্নয়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় HRIS এর সাথে সংযোগ রেখে অধিদপ্তরের HRIS চালুকরণ।
  • স্বাস্থ্য অধিদপ্তর, BBS, CRVS, NGO, Private sector ও স্থানীয় সরকার এর সঙ্গে তথ্য ব্যবস্থাপনা সমন্বয়।

এ উদ্দেশ্য বাস্তবায়নে গৃহীত কার্যক্রম সমূহঃ

  • তথ্য উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, সঙ্কলন এবং বিতরণ পদ্ধতির ডিজিটাইজেশন।
  • তথ্য উপাত্তের গুণগতমান নিশ্চিতকরণ, কার্যক্রমের অগ্রগতি তদারকি ও মূল্যায়ন এবং মেন্টরিং পদ্ধতির উন্নয়ন।
  • সেবা গ্রহণকারীদের প্রতিনিধিত্বকারীর সাথে ইলেকট্রনিক প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহীতার সুযোগ বৃদ্ধি।
  • বিদ্যমান ডিজিটাল উপকরণ সংগ্রহ, সংরক্ষণ এবং সরবরাহ তথ্য ব্যবস্থাপনার উন্নতি সাধন।
  • ইলেক্ট্রনিক পদ্ধতিতে জনসম্পদ, স্থাপনা ও অফিসসমূহের তথ্য ব্যবস্থাপনা।
  • আধুনিক তথ্য ব্যবস্থাপনা প্রণয়নে প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি তথা উন্নয়ন।
  • সকল পর্যায়ের সেবাদাতা ও ব্যবস্থাপকদের তথ্য ব্যবস্থাপনা বিষয়ে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান।
  • মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের নিমিত্ত HRIS সফটওয়্যারে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের ডাটা এন্ট্রি সম্পন্ন করা।
  • সেবা প্রদান নিশ্চিতকরণ এবং মনিটরিং করার নিমিত্ত প্রযুক্তিনির্ভর ট্রাকিং সিস্টেম চালুকরণ এবং সুপারভাইজার পর্যায়ে ই-ডায়েরি প্রচলন।
  • উপজেলা পর্যায়ে ভিডিও করফারেন্সিং এর মাধ্যমে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় নেতা, জনপ্রতিনিধি ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সংযোগ স্থাপন করা।
  • পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পেনশন সেবা সহজিকরণ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা।
  • বিদ্যমান ডাটা সেন্টার এর মান উন্নয়ন।
  • পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন সকল অফিস ও সেবা প্রতিষ্ঠান Google Maps এ অন্তর্ভূক্তকরণ।
  • জনসাধারনের সহজ যোগাযোগের জন্য মাঠপর্যায়ের সেবা প্রতিষ্ঠানসমূহে হটলাইন নম্বর প্রদান।
  • অধিদপ্তরাধীন বিভিন্ন কার্যালয়ে ই/ডি নথি চালু/সম্প্রসারন।
  • সেবাসহজীকরণ ও উদ্ভাবন কার্যক্রমে উদ্যোগ গ্রহন ও সমন্বয়-সাধন ।
  • জনবলের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন।